যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ১৭ ফেব্রুয়ারি: এবছর ও বরাক উপত্যকার প্রখ্যাত কবি তথা হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন অধ্যাপক প্রয়াত ব্রজেন্দ্র কুমার সিনহার ৮৫ তম জন্মদিন পালন হয়। গত ১২ ফেব্রুয়ারী হাইলাকান্দি আশ্রম রোডের কবির নিজ বাস ভবনে গোটা দিন ব্যাপী স্মৃতি চারণ অনুষ্ঠানে হাইলাকান্দি শহরের কবি সাহিত্যিক সহ শিলচর থেকে বিষ্ণুপ্রিয়া মনিপুর সাহিত্য সভার প্রতিনিধিরা এবং হাইলাকান্দির বিষ্ণুপ্রয়া মনিপুরী যুব অংশ গ্রহণ করেন।
এদিনের অনুষ্ঠানের শুরুতে, কবি এবং কবিপত্নী প্রয়াতা সুখদা সিনহার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করেন, কবির নাতনী বাগিশ্বরী সিনহা।তার পর একে একে পুষ্পাঞ্জলি অর্পণ করেন উপস্থিত অতিথি বৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন কবি পুত্র মনিময় সিনহা ও কন্যা মনিদীপা সিনহা। তাছাড়া ও কবির কনিষ্ঠ প্রবাসী পুত্র মনিরূপ সিনহার পাঠ করা কবি ব্রজেন্দ্র সিনহার কবিতা “কিসসা কাহিনী”, শিশু শিল্পী বাগিশ্বরী সিনহার পাঠ করা কবির ছড়ার “মেরাক সেরাক” বই থেকে একটা ছড়া।
এর পর একে একে সঙ্গীত পরিবেশন করেন কবির গানের অ্যালবাম “এলার খুত্তল” এর গায়িকা অর্পিতা দাস কবির লেখা এক খানি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গান পরিবেশন করেন। এছাড়া ও বন্দনা চক্রবর্তী একখানি রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। তবলায় সংগত করেন কিরীটি চক্রবর্ত্তী।মণিপুরী নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী ধৃতিশ্রী সিনহা। তাছাড়া সভায় কবির নাতনি সহ স্বপনীল ভট্টাচার্য্য, রাই চক্রবর্তী, আবীর সিনহা সহ কচিকাঁচারা।
দ্বিতীয় পর্বে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার পক্ষে অধ্যাপক বারীন্দ্র কুমার সিনহার পৌরহিত্যে এক স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন প্রবীণ চিত্র শিল্পী নীহারেন্দু চৌধুরী সহ সম্নানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আশুতোষ দাস ও প্রবীন কবি প্রাবন্ধিক মানিক চক্রবর্তী।
সাহিত্য সভার পক্ষে সম্পাদক মনিকান্ত সিনহা জানান এবছর থেকে তাদের সংস্থা প্রতিবছর কবি ব্রজেন্দ্র কুমার সিমহার জন্মদিন উপত্যকার বিভিন্ন স্থানে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সভায় স্মৃতি চারণ সহ কবিতা আবৃত্তি করেন অনেকেই। এরমধ্যে ছিলেন বরাক বঙ্গের শহর আঞ্চলিক সমিতির সভাপতি সুরজিৎ দেব, প্রাক্তন জেলা সভাপতি সুদর্শন ভট্টাচার্য, সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য, তিলক রঞ্জন দাস, কবির ভ্রাতা নারায়ণ সিনহা, রঞ্জিত ঘোষ, শংকর চৌধুরী।
পাশাপাশি এদিন স্মৃতি চারন সহ স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি আশুতোষ দাস, মানিক চক্রবর্তী, ঋতা চন্দ, কল্লোল চৌধুরী, রবীন্দ্রনাথ কাশ্যপ,রফি আহমেদ মজুমদার, সৌমকান্তি ভট্টাচার্য, তরুণ কবি ময়ূরী রায়, সুস্মিতা অধিকারী, পরিমল সিনহা।
এছাড়াও কবি ব্রজেন্দ্র কুমার সিনহার লেখা ‘রাখী পূর্ণিমা ‘ কবিতা টি আবৃত্তি পাঠ করেন এবং বিশ্বজ্যোতি ভট্টাচার্য একটি রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শোনান।সভায় অনেক বক্তাদের বক্তৃতার মাঝেই প্রসঙ্গ ক্রমে উঠে আসে কবি পত্নী সদাহাস্য ময়ী সুখদা সিনহার প্রসঙ্গ ও।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজয় লক্ষ্মী সিনহা, অমৃত সিনহা,বিজয় সিনহা,বৈশালী সিনহা প্রমুখ। বিষ্ণুপ্রিয়া মনিপুরী সাহিত্য সভার পক্ষে উপস্থিত ছিলেন সুধাংশু শেখর সিনহা, লীলা সিনহা প্রমুখ। সভাপতির ভাষণ শেষে,অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর কবির পুত্রবধূ বিনতা সিনহা।