যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ১৭ ফেব্রুয়ারি: কথায় আছে পরিশ্রমই হলো সাফল্যের মূল চাবিকাঠি; তা কায়িক হোক বা মানসিক সেই পরিশ্রমের ফল পেল এ.এস প্রোডাকশন হাউস, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বরাক শ্রেষ্ঠ সুন্দর এবং বরাক শ্রেষ্ঠ সুন্দরীর অনুষ্ঠান, এমন ব্যতিক্রমী ভাবনার সৌন্দর্য প্রতিযোগিতা করিমগঞ্জের মাটিতে এই প্রথম, যেমন ভাবনা তেমন কাজ।
শুভ রেয়ানের এমন সৃজনশীল ভাবনায় তাক লাগিয়েছে অনেককেই। বিচারক দের স্বাগত জানানো হয় ধামাইলের মাধ্যমে, প্রদীপ প্রজ্জ্বলন থেকে শুরু করে উদ্বোধনী নৃত্য সব কিছুতেই লোকায়ত ভাবনা, নূপুর নৃত্যালয়ের ছাত্র ছাত্রীরা পরিবেশন করে কীর্তনাঙ গানে উদ্বোধনী নৃত্য, দর্শক আসন থেকে গুন গুন আওয়াজে এটাই শোনা যাচ্ছিল এমন মনোমুগ্ধকর প্রতিযোগিতা সত্যি এই প্রথম, সঞ্চালিকা ময়ূরাক্ষী বিশ্বাসের সঞ্চালনা পুরো অনুষ্ঠানের স্বাদের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।
বিচারক দের স্বাগত জানানো হয় অন্য এক ভঙিমায়, যা বরাকের মাটিতে এই প্রথম, বিচারকের আসন অলংকৃত করেন আন্তর্জাতিক স্তরের সুন্দরী প্রফেসর ডক্টর স্মিতা দেব (মিসেস ইউনিভার্স লাভলী ২০১৮) এম.যে মনোজ মিঃ ইউনিভার্স এবং সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সব্যসাচী রুদ্র গুপ্ত, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ তার বক্তব্যের মধ্যেই উনার আনন্দের সীমারেখা বুঝিয়ে দিয়েছেন, উল্লেখ্য যে শুভ রেয়ান ব্যক্তিগত ভাবে এ এস প্রোডাকশন হাউসের ডিরেক্টর অরিন্দম দাস এবং সৌভিক রায়কে সন্মান জানিয়েছেন, র্যম্প ওয়াকে ধামাইল প্রতিযোগিরা বেশ মুন্সিয়ানার সাথে ব্যপার টুকু সামলে নেন।
গ্রুমার হিসেবে ছিলেন সঙীতা দাস,অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ময়ূরাক্ষী বিশ্বাস, এবং এ.এস প্রোডাকশন হাউসের ডিরেক্টর অরিন্দম দাস, পরিচালনায় মায়রা ক্রিয়েশন এবং উপস্থাপনায় টি আর মেকাপ স্টুডিও, সহযোগিতায় – স্বাদে আহ্লাদে, প্রোডাকশন হাউসের ডিরেক্টর অরিন্দম দাস এবং কো-ডিরেক্টর সৌভিক রায় কে তাদের এই সাফল্যে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।
বিজয়ীরা হলেন যথাক্রমে, মিস ক্যাটাগরির বিজয়িনী নেহা কর, প্রথম সেরা অঙ্কিতা দেব এবং দ্বিতীয় সেরা তানিয়া দাস।
মিঃ ক্যাটাগরি
বিজয়- রাজদীপ রায়।
প্রথম সেরা – স্বরুপ রায়।
দ্বিতীয় সেরা – রুপক নাথ।
কিডস গ্রুপ A
বিজয়িনী – রুদ্রিনা নাথ।
প্রথম সেরা – অনুষ্কা দেব।
দ্বিতীয় সেরা – সৃজা দত্ত।
সেরা পারফরম্যান্স – জৈনিষ দাস।
কিডস গ্রুপ B
বিজয়িনী – হিয়া ঘটক।
প্রথম সেরা – পুরবালী দাস।
দ্বিতীয় সেরা – আতিশা দেব।
সেরা পারফরম্যান্স- শ্যাম দাস।
প্রত্যেককে ক্রাউন ট্রফি এবং বিভিন্ন পুরষ্কারে পুরষ্কৃত করা হয়, এবং প্রতিযোগিদের বিভিন্ন সাব টাইটেল ও দেওয়া হয়।