শনবিলে উড়লো দেড় শতাধিক ঘুড়ি, সামিল হলেন বরাক বাসী।

Date:

যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ২১ ফেব্রুয়ারি: রাজ্যে আনলক জারির পর জনমনে এক স্বস্তির পরিবেশ বিরাজ করছে। এবার শহরাঞ্চলে পুর নির্বাচনে নির্বাচনী বাতাস বইছে।

অন্যদিকে, বসন্ত বাতাসে এবছর ও শনবিলের আকাশে উড়লো নানা রঙের ঘুড়ি। আর এতে সামিল হলেন বরাক বাসী।

রবিবার দুপুর দুইটা থেকে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর শনবিলের আনন্দপুর গ্রামের চৌদ্দ মাদল মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব। একই সঙ্গে পালিত হয় আগাম আন্তর্জাতিক মাতৃ-ভাষা দিবস l আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক মুহূর্তে আনন্দ পুরে এবছর ও ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন সেখানকার জনগণ।

এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বিশ্বজ্যোতি ভট্টাচার্য সহ এলাকা বাসী এদিন বরাক উপত্যকার কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিকদের সাদর আমন্ত্রণ জানান। এদিন একদিকে আকাশে উড়ে বিভিন্ন রঙের ঘুড়ি আর অন্যদিকে আলপনা ও অস্থায়ী শহিদ বেদী তৈরী করা হয়।

এই আয়োজনে আবাল বৃদ্ধ বনিতা সন্তোষ প্রকাশ করে প্রতি বছর এধরণের আয়োজন হোক, এই দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: