বসন্ত পঞ্চমীতে নবনির্বাণা’র মৌলিক গান ‘মা তোমারই কৃপায়’।

Date:

যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ৪ ফেব্রুয়ারি: বসন্ত পঞ্চমী সমাগত। তাই বিশ্ব-প্রকৃতি সুরে-ছন্দে আনন্দে উচ্ছ্বসিত। এই আনন্দকে আর‌ও একটু প্রসারতা দান করতে হাইলাকান্দির মিউজিক্যাল ব্যান্ড নবনির্বাণা নিয়ে এসেছে একটি মৌলিক গান ‘মা তোমারই কৃপায়’ ।

এই গানটিতে মুখ্য কণ্ঠ হিসেবে রয়েছেন আর্য়ান পাল ও দেবরূপী নাথ, তাছাড়া সমবেত কণ্ঠে সহযোগিতায় রয়েছেন মেঘালী নাথ এবং কিশোর কুমার দেবনাথ। গানটির কথায় ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী এবং সুর দিয়েছেন কিশোর কুমার দেবনাথ।

মিউজিক কম্পোজিশনে রয়েছেন দেবজ্যোতি দেব এবং কিশোর কুমার দেবনাথ। এই গানটির রেকর্ডিং স্টুডিও ছিল শিলচরের স্টুডিও একোস্টিক্স। তাছাড়া এই গানটির ভিডিওগ্রাফিতে ছিল স্টুডিও নব নির্বাণা এবং এডিটিং এ ছিলেন বাসব বিজয় বিশ্বাস, তাছাড়া বিশেষ সহযোগিতায় ছিলেন শিবায় শর্মা ও।

এই গানটির ভিডিওতে নৃত্যশিল্পী হিসেবে ছিলেন সুতনয়া দাস, রঞ্জিতা কানু, পূজা কানু এবং শিশুশিল্পী ময়ূরাক্ষী দেব, মোনালি দেব, তাছাড়া হাইলাকান্দির অন্যতম মহিলা গানের ব্যান্ড বেদুইন এর শিল্পী শতাক্ষী বিশ্বাস, মহাশ্বেতা পুরকায়স্থ এবং পার্বতী বিশ্বাস।

এই গানটির শুটিং হয় হাইলাকান্দির গ্রেহাম (স্বামী বিবেকানন্দ) মধ্যবঙ্গ বিদ্যালয়ে এবং সরস্বতী প্রতিমার জন্য হাইলাকান্দির বিদ্যাসাগর ইংলিশ মিডিয়াম স্কুলের সাহায্য নেওয়া হয়। এই গানটি নবনির্বাণার ইউটিউব চ্যানেল ‘Nav Nirvana’ তে ৪ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় শুভ মুক্তি পেয়েছে এবং গানটি সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে ১০ ফেব্রুয়ারি উপলব্ধ হবে বলে জানান আর্য়ান পাল।

তাছাড়া গানটি সবার ভালো লাগবে বলে আশাবাদী নবনির্বাণার সদস্যরা এবং তার সাথে ওদের সাথে থেকে এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করার আহ্বান ও জানায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: