যুব দর্পণ ডিজিটাল, ১৯ ফেব্রুয়ারি , বদরপুর ::
বদরপুর টাউন কমিটি থেকে পৌরসভায় উন্নতি হয়েছে , সময়ের সাথে সাথেই বদরপুরবাসির ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের বিভিন্ন স্থানে চলছে অবৈধ নেশা প্রাচারকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কিন্তু তার বিপরীত চিত্র বদরপুরে , বদরপুর রেলওয়ে জংশন এর পাশেই রাত ১০ টার পর ও চলছে অবৈধ মদের ব্যবসা । ব্যবসায়িদের নেই প্রশাসনের ভয় , অবৈধ মদের দোকানে সামনে দিকে পুলিশ ও শাসক দলের সিনিয়র নেতাদের চলাচল করতে দেখা গেলেও অবৈধ মদের দোকানের ভিতর ভবে মদ খাচ্ছেন অনেকেই । ওদের নেই কাউরই নেই পুলিশের ভয় । স্বানিয় কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করলে জানায় এই অবৈধ মদের দোকানে নিয়মিত গ্রাহক দের মধ্যে প্রশাসন ও শাসক দলের কর্মীরা ও আছেন । বদরপুর এলাকায় রয়েছে কয়েকটি সক্রীয় সামাজিক সংগঠন , তাঁদের নিরব ভূমিকা নিয়ে উঠছে অনেকের মনে প্রশ্ন ?
নামে হোটেল বা হোটেল কাম রেস্টুরেন্ট দেখে অনেক রেলযাত্রী ভালো খাবারের আশায় হোটেলে গিয়ে দেখছেন হোটেল বারে পরিবর্তন হয়েছে । সাধারণ গ্রাহকদের ওরা সেরকম ভালো ব্যবহার ও করছেন না কারন ভাত রোটি খাওয়া গ্রাহকদের থেকে মদ খাওয়া গ্রাহকদের ভালো সেবা করলে লাভ হবে বেশি , তাই চলছে অবৈধ মদের ব্যবসা । রেলওয়ে স্টেশনের পাশে এই অবৈধ মদের দোকান নিয়ে বদরপুর পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে শাসক দলের নেতাদের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সামনে নির্বাচন তাই কিছু পরিবর্তন হয় কি দেখার বিষয় ।