দৃঢ় মানসিক অবস্থা তামাক সেবন ত্যাগ করতে পারে বলে অভিমত

Date:

হাইলাকান্দি 6 জানুয়ারি : সঠিক খাদ্যাভ্যাস, বিশ্রাম, ব্যায়াম, দুশ্চিন্তামুক্ত জীবনশৈলীর মাধ্যমে অসংক্রামক রোগব্যাধি যেমন ক্যান্সার ডায়াবেটিস টিবি থেকে দূরে থাকা যায়।

হাইলাকান্দি জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে জারি থাকা অসংক্রামক ব্যাধি রোধে সচেতনতা বাড়াতে এই কথাগুলো জানিয়ে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার স্বপ্নপুর স্বাস্থ্যকেন্দ্রে এ ধরনের সচেতনতা শিবির আয়োজন করা হয়। এতে ধূমপান, তামাক সেবন, মাদকাসক্তি ইত্যাদি ত্যাগ করার জন্য দৃঢ় মানসিক অবস্থান জরুরি বলে অভিমত দেওয়া হয়।

মনাছড়া হাইস্কুলেও সম্প্রতি এধরনের তামাকমুক্ত সমাজ গঠনে আরো একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিগারেট বিড়ি, জর্দা,সিগারেট, খৈনি, ড্রাগস ইত্যাদি সেবনের কুফল নিয়ে আলোচনা করা হয়।

এতে জানানো হয় যে মরণব্যাধি ক্যান্সার এইসব তামাক সেবনের ফলে দেহে বাসা বাঁধে। তাই সর্বাবস্থায় এইসব নেশা সামগ্রী বর্জন করলে দীর্ঘ জীবন লাভ করা যাবে বলে ও সভায় স্বাস্থ্যকর্মীরা জানিয়ে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: