হাইলাকান্দি, ৬ জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে হাইলাকান্দির একটি এসএইচজি ফেডারেশনকে উপার্জন বৃদ্ধির জন্য ২ লক্ষ ছাব্বিশ হাজার টাকা মূল্যের একটি অটোরিকশা অনুদান দিয়েছে।
আলগাপুরের ৩০২টি এস এইচ জি নিয়ে গঠিত কুসুমকলি নামক এস এইচ জি ফেডারেশনকে এই অটোরিকশাটি বৃহস্পতিবার তুলে দেন হাইলাকান্দি জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা।
এই উপলক্ষে আলগাপুর বিডিও অফিসে আয়োজিত সভায় এস এইচজি সদস্যদেরকে তাদের আয় বৃদ্ধির জন্য যত্নশীল হবার আবেদন জানানো হয়। কুসুমকলি এসএসজি ফেডারেশন অটোরিকশাটি তাদের অধীনস্থ এস এইচ জি আশা-র একজন কর্মকর্তাদের হাতে তুলে দেবে।
এই অটোরিকশা থেকে উপার্জিত অর্থ মাসিক কিস্তিতে ফিরিয়ে দিয়ে দেওয়া হবে এবংএতে কোনো সুদ নেওয়া হবে না। অর্থ ফিরিয়ে দেওয়ার পর অটোরিকশাটির মালিকানা লাভ করবেন সংশ্লিষ্ট এস এইচজি সদস্য। অটো গাড়িটির আনুষ্ঠানিক ভাবে তুলে দিতে আয়োজিত অনুষ্ঠানে দুই বিডিও সমুজ্জ্বল গগৈ, রসি সিংসন, জীবিকা মিশনের ডিপিএম সৌমিত্র দে অংশ নেন।