যুবদর্পন প্রতিবেদন করিমগঞ্জ ঃকরিমগঞ্জ জেলার কলাইরবন্দে নদী থেকে উদ্ধার হল জগন্নাথ বিগ্রহ, স্থানীয় যুবকরা নদীতে স্নান করতে গিয়ে বাক্সের মধ্যে কিছু ভেসে যেতে দেখে কৌতুহলবসত তা আটকায়, তারপর সেই বাক্সের মধ্যে শায়িত অবস্থায় দেখতে পায় জগন্নাথ বিগ্রহ, বিগ্রহের মাথায় চূড়া এবং হাতে চুড়ি, তারপরে সেই বিগ্রহটি আনা হয় মহাপ্রভু মন্দিরে, সম্ভবত আগামী পুর্ণিমায় এটি স্থাপন করা হবে, এ খবর চাউর হতেই আখড়ায় দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করেন, উল্লেখ্য যে এই আখড়ার মুর্তিটিও অনেক আগে এভাবে বরাক নদীতে ভেসে এসছিল. স্থানীয় জনগন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মুর্তি টি মন্দিরে নিয়ে যান
অলৌকিক ঘটনা :: করিমগঞ্জ জেলার কলাইরবন্দে নদী থেকে উদ্ধার হল জগন্নাথ বিগ্রহ
Date: