যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ৩ ফেব্রুয়ারি: শেষমেশ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী এপ্রিল মাস থেকে হাইলাকান্দি শহরে শুরু হতে চলেছে বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান অন্তর্ভুক্ত বিদ্যালয় সরস্বতী বিদ্যানিকেতন। বুধবার সকালে বিভিন্ন সংগঠনের বিশিষ্ট জনদের উপস্থিতিতে বিদ্যালয়ের ভূমিপূজন অনুষ্ঠিত হয়।
এবছর থেকে সরকারি নিয়মে যেহেতু শিক্ষাবর্ষের পরিবর্তন হয়েছে সেই অনুসারে আগামী এপ্রিল মাস থেকে হার্টবার্টগঞ্জ বাজার এলাকার পাশে ১০ নং ওয়ার্ডে এই বিদ্যালয়ে পাঠদান শুরু করা হবে।
অভিভাবকদের সুবিধার্থে রাষ্ট্রীয় শিক্ষানীতি ২০২০ অনুসারেই এখানে পাঠদান করানো হবে, থাকবে শিশুদের জন্য শিশুবাটিকার সুবিধাও যা শহরের অভিভাবকদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।
বিদ্যাভারতী শিক্ষা সংস্থান সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রায় ৬০ হাজারেরও অধিক বিদ্যালয়ে ভারতীয় সংস্কৃতির আধারে শিশুদের গড়ে তুলতে সহায়তা করে, আজকের সময়ে দেশের বিভিন্ন বড় বড় সংস্থানেও বিদ্যাভারতীর ছাত্রছাত্রীরা সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
অভিভাবক মহল থেকে আশা করা যাচ্ছে যে হাইলাকান্দি শহরেও এই বিদ্যালয় ভালো গুণসম্পন্ন শিক্ষা ব্যবস্থা উপহার দিতে সক্ষম হবে।