হাইলাকান্দিতে মেধা পরীক্ষা আয়োজনে সেচ্ছাসেবী সংস্থা ‘যুবদৃষ্টি’।

Date:

যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ১০ জানুয়ারী : হাইলাকান্দি জেলার নবগঠিত সামাজিক সেচ্ছাসেবী সংস্থা ‘যুবদৃষ্টি’ ও প্রিসেনসিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের যৌথ উদ্যোগে ও ব্যবস্থাপনায় রবিবার হাইলাকান্দিতে উচ্চ ক্লাসের ছাত্র ছাত্রী দের মধ্যে এক মেধা পরীক্ষা তথা মেরিট টেস্ট অনুষ্ঠিত হয়।

এতে জেলার প্রিসেনসিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল, লালার মর্নিং গ্লোরি হাইস্কুল ও কাটলিছড়ার সরস্বতী বিদ্যানিকেতন থেকে মোট ৩৫০ ছাত্র ছাত্রী এদিনের মেধা পরীক্ষায় অংশ গ্রহণ করে। শুধু নবম ও দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় এই মেরিট টেস্ট।

 

মেরিট টেস্ট চলাকালিন সময়ে যুবদৃষ্টি-র পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি অঞ্জন সাহা, সাধারণ সম্পাদক জয়দীপ দেবনাথ, প্রচার সম্পাদক অনিন্দ্য কুমার নাথ, প্রঞ্জা দেব, শক্তি পাল, চিন্ময় দত্ত, সৌরভ পাল, প্রিসেনসিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ দীপঙ্কর দাস সহ ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

প্রচার সচিব অনিন্দ্য কুমার নাথ এক বিবৃতিতে জানান যে পরবর্তীতে খুব শীঘ্রই মেরিট টেস্টের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান সম্পাদক জয়দীপ দেবনাথ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারী দের পুরষ্কৃত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: