হাইলাকান্দি উইমেন্স কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১২৫তম নেতাজী জন্মজয়ন্তী।

Date:

যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ২৪ জানুয়ারি: যথাযোগ্য মর্যাদায় রবিবার, হাইলাকান্দি উইমেন্স কলেজে সম্পূর্ণ কোভিড বিধি মেনে উদযাপিত হলো নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। কলেজের মুক্ত প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পন করেন শিক্ষক, শিক্ষার্থী সহ আমন্ত্রিত অতিথিরা।

‘মাগো ভাবনা কেন’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে ছাত্রী নিবেদিতা দাস। তাকে তবলায় সহযোগিতা করেন অফিস-কর্মী বিশ্বজিত চক্রবর্তী। নেতাজীর বৈচিত্রময় জীবনের বহুবিদ দিক তুলে ধরে শিক্ষার্থীদের দেশসেবায় উৎসাহিত করতে বক্তব্য রাখেন যথাক্রমে কলেজের অধ্যক্ষা নন্দিনী দাস ধর, বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী, হাইলাকান্দি শাখার সভাপতি শতানন্দ ভট্টাচার্য, বরাকবঙ্গের আঞ্চলিক সমিতির সভাপতি সুরজিৎ দেব, ড° যজ্ঞেশ্বর দেব প্রমুখ।

স্বরচিত কবিতা পাঠ করেন বরাক উপত্যকার বিশিষ্ট কবি আশুতোষ দাশ। নেহেরু যুব কেন্দ্র, বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী, হাইলাকান্দি শাখা ও হাইলাকান্দি উইমেন্স কলেজের সমবেত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্রী ময়ূরী রায়।

‘ও আমার দেশের মাটি’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানে কলেজ ছাত্রী বর্ণালী ভট্টাচার্য। তবলায় সহযোগিতা করেন বিশ্বজিত চক্রবর্তী। ঘরোয়া মেজাজে আয়োজিত এই অনুষ্ঠান বিশেষত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে, আশা করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: