সুশান্তশেখর বিদ্যামন্দিরে ৭৩ তম গণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন।

Date:

যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ২৬ জানুয়ারি: করোনা নিয়ে হঠাৎ করে নতুন সরকারি গাইডলাইন এসে যাওয়াতে জৌলুসহীনভাবে নেতাজী জন্মজয়ন্তী ও গণতন্ত্র দিবস পালিত হয় হাইলাকান্দি নূতনপাড়াস্থিত সুশান্তশেখর বিদ্যামন্দিরে।

এবছর ২৩শে জানুয়ারি নেতাজী জন্মজয়ন্তী রবিবার দিন থাকায় অনেক সরকারি বা বেসরকারি বিদ্যালয়েই এবিষয়ে কোনো আয়োজন দেখা যায়নি, কিন্তু সুশান্তশেখর বিদ্যামন্দিরে সরকারি গাইডলাইন মেনে হাতেগোনা বিদ্যার্থীদের নিয়ে বাঙ্গালীর গর্ব নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হয়।
২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবসেও নবম শ্রেণির বিদ্যার্থী ও শিক্ষক শিক্ষয়িত্রীদের নিয়ে সকাল ৭ঃ৩০ ঘটিকায় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধানাচার্য নিশিকান্ত পাল। এরপর বিদ্যালয়ের রীতি অনুযায়ী প্রার্থনা করা হয়, এতে সরস্বতী বন্দনা থেকে শুরু করে জাতীয় সংগীত জন-গন-মন এবং রাষ্ট্রগীত বন্দেমাতরম পর্যন্ত পরিবেশিত হয়।
প্রধানাচার্য মহাশয় নিজের বক্তব্যে আজকের দিনের মাহাত্ম্য এবং নবপ্রজন্মের দেশের প্রতি দায়িত্ব কর্তব্যের কথা তুলে ধরেন এবং আশা রাখেন করোনামুক্ত ভবিষ্যতে বিদ্যালয়ে এই দিবসগুলি আরো ধুমধাম করে পালিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: