বরাক বঙ্গের হাইলাকান্দি জেলা সমিতি পুনর্গঠিত, নতুন সভানেত্রী ডঃ ইন্দিরা ভট্টাচার্য, সম্পাদক নরেন্দ্র নারায়ণ দে।

Date:

যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ১৭ জানুয়ারী:  বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি জেলা সমিতি পুনর্গঠিত হল। এমর্মে রবিবার হাইলাকান্দির বঙ্গভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে পৌরোহিত্য করেন বিদায়ী জেলা উপসভানেত্রী ডঃ ইন্দিরা ভট্টাচার্য। শুরুতে পুরাতন কমিটি ভঙ্গ করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।

এদিন জেলার বিভিন্ন আঞ্চলিক সমিতির প্রতিনিধি সহ প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি বিজয় কুমার ধর উপস্থিত ছিলেন। সভায় বিদায়ী জেলা সভাপতি সুদর্শন ভট্টাচার্য অনুপস্থিত থাকলে ও বিদায়ী জেলা সম্পাদক জিতেন্দ্র কুমার নাথ সংক্ষিপ্ত ভাবে বিগত কার্যকালের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

এদিন জিতেন্দ্র কুমার নাথের একটি কাব্য গ্রন্থ পাতার আড়ালে উন্মোচন করেন বিজয় কুমার ধর। সভা চলাকালীন হাইলাকান্দি জেলায় বঙ্গ সাহিত্যের গঠনমূলক কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার উপর নানান পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন বিজয় কুমার ধর, সামসুদ্দিন বড়ভূইয়া, মানিক চক্রবর্তী, ডঃ যজ্ঞেশ্বর দেব, সুরজিৎ দেব, রামকৃষ্ণ চক্রবর্তী, ননীগোপাল নাথ, নীহারেন্দু চৌধুরী, আশিষ রঞ্জন নাথ প্রমুখ।

পরবর্তীতে আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে ডঃ ইন্দিরা ভট্টাচার্য কে সভানেত্রী ও নরেন্দ্র নারায়ণ দে কে সম্পাদক মনোনিত করে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুনর্গঠিত হয়। কমিটিতে উপ সভাপতি হিসেবে রয়েছেন দীপক কান্তি আইচ ও নীহার রঞ্জন দেবনাথ (বাপ্পি)।

সহ সম্পাদক দ্বয় হলেন ধ্রুবজ্যোতি দাস ও রজত পাল। এছাড়াও সাহিত্য সম্পাদক হিসেবে কবিতা দাস,সাংস্কৃতিক সম্পাদক বিজয়িনী ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষ মনোনিত হয়েছেন দীজেন্দ্র কান্তি দে। খুব শীঘ্রই কমিটির কার্যকরী সদস্য সংযোজন করা হবে বলে জানান নতুন সভানেত্রী ডঃ ইন্দিরা ভট্টাচার্য। একই সঙ্গে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এদিনের সভায় বরাক বঙ্গের সঙ্গে সম্পর্ক থাকা বেশ কয়েকজন ব্যাক্তিত্বের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে দুই মিনিট নীরবতা পালন করে সভার কাজ সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: