JUBO DARPAN DIGITAL , 23-08-2023 :: ইতিহাস তৈরি করে চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখলো ভারত , নির্দিষ্ট সময়ে চাঁদের জমিতে সফল অবতরণ করল চন্দ্রযান ৩। ভারতের চন্দ্রযান-৩ যখন চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করল, তখন জোহানেসবার্গে বসে পুরো ঘটনা প্রত্যক্ষ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরোর সদর দফতরে বসে থাকা বিজ্ঞানীদের সঙ্গে এই ইতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী সহ দেশের কোটি কোটি মানুষ।
চাঁদের জমি ল্য়ান্ডার বিক্রম স্পর্শ করতেই সুদূর দক্ষিণ আফ্রিকা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, ”আমার পরিবার, আমরা দেখলাম ইতিহাস তৈরি হতে। জীবন ধন্য হয়ে গেল। এমন ঐতিহাসিক ঘটনা গোটা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই ঘটনা নয়া ভারতের প্রমাণ, এই ঘটনা সমস্যার মহাসাগর পার করার মতো, এই মুহূর্ত ভারতের উদীয়মাণ ক্ষমতার প্রমাণ। আমরা পৃথিবীতে সংকল্প নিয়েছি, আর চাঁদে আমরা তা সফল করেছি।”
প্রধানমন্ত্রী বলেন, ”টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তাঁরা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের উদয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তেৃ। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও এখানেই ছিল।”
চাঁদে বিক্রম পা রাখার পর জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তার পর ভাষণ দিতে শুরু করেন। বুধের এই অভিযান সফল হলে, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন (অধুনা রাশিয়া), আমেরিকা এবং চিনের পর ভারতই চতুর্থ দেশ হিসেবে জায়গা পেল ইতিহাসে, যারা চাঁদের মাটি ছুঁতে সফল হয়েছে। একাধিক কারণে ভারতের জন্য় এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনের বছর লোকসভা নির্বাচনও রয়েছে।