যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ১২ জানুয়ারী: বুধবার ১২ জানুয়ারী, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি শাখার পক্ষ থেকে ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করে স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও মাল্য অর্পণ করেন কলেজের অধ্যাপক এবং অখিল বিদ্যার্থী পরিষদ এর কার্যকর্তাগণ।
বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি শহরের দুটি কলেজ, হাইলাকান্দি মহিলা কলেজ এবং শ্রীকিষান সারদা কলেজ এই দুটি জায়গায় বিভিন্ন কার্যক্রম যেমন টবেকো ফ্রী কেম্পাস, স্বচ্ছতা অভিযানের পর কলেজের ভিতরের অংশে রং এবং রক্তদান শিবিরের মাধ্যমে যুব দিবস পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত শ্রীকিষান সারদা কলেজের অধ্যাপক গোলাপ নন্দী, যজ্ঞেশ্বর দেব, হাইলাকান্দি শাখার সম্পাদক কনক লাল দেব বলেন বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে মাক্স এবং স্যানিটাইজার ব্যবহারের সাথে সাথে যুবসমাজকে শারীরিক এবং মানসিকভাবে আরো শক্তিশালী হয়ে ওঠার অনুরোধ করেছেন।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিপ্লব দাস, মনিদীপা দেব, শৈবাল দেব, শ্যামসুন্দর পাল, প্রিয়াংশু নাথ, সত্যম দে, বার্বি পাল, অভি বৈদ্য, অক্ষয় দেবনাথ পরিতোষ দাস, সাগর দেবনাথ প্রমুখ ব্যক্তিবর্গ।