সোনাই এন জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীস্মকালীন ছুটির সাংস্কৃতিক কর্মশালা ১৭ জুলাই থেকে ২৬ জুলাই

Date:

যুব দর্পণ ডিজিটেল ,শিলচর,১৬ জুলাই: অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসন এবং কাছাড়ে সাংস্কৃতিক বিষয়ক বিভাগ কর্তৃক জেলার মোট সাতটি সমষ্টির ১৪ টি স্কুল সমূহে গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা শুরু হচ্ছে ১৭ জুলাই সোমবার থেকে আগামী ২৬ জুলাই তারিখ পর্যন্ত

সাংস্কৃতিক বিষয়ক বিভাগ কর্তৃক আয়োজিত কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন ছুটির সময় অর্থাৎ আগামী ১৭ জুলাই ২০২৩ ইং থেকে ২৬ জুলাই ২০২৩ ইং পর্যন্ত কাছাড় জেলার অনান্য বিধানসভা সমষ্টির সাথে সোনাই বিধানসভা সমষ্টির ষষ্ঠ শ্রেণী থেকে কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের সোনাই এন জি এইচ এস স্কুলের কর্মশালায় নাম রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা যাচ্ছে । ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের উক্ত অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সোনাইর সাংস্কৃতিক প্রেমী অভিভাবক দের এগিয়ে এসে তাদের ছাত্র ছাত্রীদের উৎসাহিত করে কর্মশালায় নাম লেখাতে সহযোগিতা করতে অনুরোধ করেছেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজু দেব, বিদ্যালয়ের অধ্যক্ষ বাহারুল লস্কর, সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার কর্মকর্তারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: