যুব দর্পণ প্রতিবেদন, গুয়াহাটি :: গত ৯ এপ্রিল শনিবার গুয়াহাটিত আইটিএ মাস্কোয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত জাতীয়স্তরে ফ্যাশন শো King , Queen , Princess and Kids India International ও সঙ্গীতাঞ্জলি এক্সসিলেন্ট অ্যাওয়ার্ড” ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এ রাজ্যের বিশিষ্টজনদের সাথে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য তরুণ নৃত্যশিল্পী মধুছন্দা পুরকায়স্থ
কে ” সঙ্গীতাঞ্জলি এক্সসিলেন্ট অ্যাওয়ার্ড” প্রদান করা হয় ।
অনুষ্ঠানের মূখ্য অতিথি তথা অসমিয়া সিনেমার জনপ্রিয় নায়ক রবী শর্মা , বিশিষ্ট ব্যবসায়ী নিরেশ জৈন ও বিশিষ্ট নৃত্যশিল্পী সঙ্গীতা চৌধুরী সমাজকর্মী তথা নৃত্যশিল্পী মধুছন্দা পুরকায়স্তকে উত্তরিয় ও মেমেন্টো দিয়ে সস্মান জানান ।উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১৫ জন ব্যক্তিদের প্রথম বারের মতো ” সংগীতাঞ্জলি এক্সেলেন্ট ওয়াল্ড ২৩ ” প্রদান করা হয়,
শিলচরের মেয়ে বর্তমানে গুয়াহাটির বাসিন্দা সমাজকর্মী তথা নৃত্যশিল্পী মধুছন্দা পুরকায়স্থ দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলীর দীক্ষা মন্জরী সহ দেশের বিভিন্ন স্থানে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার জন্য গত ফেব্রুয়ারিতে মহারাষ্ট্রের নাগপুরে জাতীয়স্তরের নৃত্য বিভূষণ পুরুস্কার পেয়েছেন । নৃত্যশিল্পী তথা শিক্ষীকা মধুছন্দা পুরকায়স্থের সাফল্যের জন্য উনার আত্মীয়-স্বজন , শুভাকাঙ্ক্ষী ও ওনার ছাত্র-ছাত্রীদের সাথে নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলু দাস সহ বিশিষ্ট জনেরা অভিনন্দন জানিয়ে মধুছন্দা পুরকায়স্থের উৎজ্বল ভবিষ্যৎ কামনা করেন।