যুব দর্পণ ডিজিটেল , ২১ মার্চ, শিলচর ::
নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে শেষ করলেন শিলচর সদর থানার এএসআই গৌর বিধু সিং, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে
সোমবার বিকেলে, ঘটনাস্থলে ছুটে গিয়েছেন জেলা পুলিশ সুপার রমন দীপ কৌর, তিনি ঘটনার তদন্ত শুরু করলেও এখন অবদি এ পর্যন্ত আত্মহননের মুল কারন জানা যায়নি ঘটনাটিকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে গোটা উপত্যকা জুড়ে। সূত্র মতে, কয়েক দিন পূর্বে উচ্চ পদস্থ এক কর্মকর্তা নিজের কার্যালয়ে ডেকে ছিলেন , তাই কাজের অতিরিক্ত চাপের ফলে কি আত্মহত্যা , এই নিয়ে ও প্রশ্ন উঠেছে ।