যুব দর্পণ ডিজিটাল :: ১৩ আগস্ট, শিলচর:: লায়ন্স ক্লাব ইন্টারনেশনেল ডিস্ট্রিক ৩২২জি – অন্তর্গত ” লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার ” এর স্বায়ি কার্যালয় শিলচর ১১নং ওয়ার্ড এর সুনীল সরকার লেন এ উদ্ধোধন করেন ডিস্ট্রিক গভর্ণর লায়ন নির্মল কুমার ভূরা ও প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর সুধির চৌধুরী,
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক পিআরও লায়ন স্যবাচাসি রুদ্র গুপ্ত, রিজনেল চেয়ারপারসন লায়ন তাপস সাহা, কেয়ারের বিদায়ী সভাপতি লায়ন সুবির কুমার বণিক, বর্তমান সভাপতি লায়ন অভিষেক দাস সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ, এছাড়াও লিও ক্লাব অব শিলচর কেয়ারের সভানেত্রী সয়েতা দে ও লিও সদস্যরা,
শিলচর লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের উক্ত কর্যালয়ে কিছু দিনের মধ্যে কম্পিউটার ট্রেনিং সেন্টার শুরু করে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে স্বনির্ভর করে তুলতে সচেষ্ট থাকবে কেয়ারের সদস্য সদস্যরা । এতে আর্থ সামাজিক ভাবে লাভবান হবেন অনেকেই। লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের পিআরও লায়ন দিলু দাস প্রেসবার্তায় উক্ত খবর জানিয়েছেন ।