যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের ২৩-২৪ বর্ষের চতুর্থ মাসিক সভা গত ২৬ অক্টোবর সন্ধ্যায় নিজস্ব কার্য্যালয়ে সভাপতি লায়ন অভিষেক দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গত মাসের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও আগামী মাসের ওয়ান ডিস্ট্রিক ওয়ান এক্টিভিটিস নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী নভেম্বর মাসে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের অনুষ্ঠান গুলি হল (১) আগামী ২ নভেম্বর বিকাল বেলা এন আই টি সংলগ্ন বাইপাসে সড়ক সুরক্ষা সচেতনতা অনুষ্ঠান, প্রকল্প চেয়ারপার্সন লায়ন দিলু দাস, (২) আগামী ৪ নভেম্বর শিশুদের মধ্যে কেন্সার সচেতনতা অনুষ্ঠান, প্রকল্প চেয়ারপার্সন লায়ন বাপ্পী দাস, ( ৩) আগামী ১৪ নভেম্বর শিশু দিবস উদযাপন, প্রকল্প চেয়ারপার্সন লায়ন সুবির বণিক ও লায়ন সুদিপ দেব, (৪) ডাইবেটিস সচেতনতা অনুষ্ঠান ও রক্ত পরীক্ষা শিবির, (৫) আগামী ১১ নভেম্বর,এরা আমাদের আবাসিক প্রতিস্টানের শিশু দের নিয়ে দীপাবলী উদযাপন, প্রকল্প চেয়ারপার্সন লায়ন কৃষ্ণ কংশবণীক, (৬) দূর্গা পূজায় শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ কর্মীদের সংবর্ধনা প্রদান, প্রকল্প চেয়ারপার্সন লায়ন তাপস সাহা।
এছাড়াও ক্লাবের বিদায়ী সভাপতি তথা ডিস্ট্রিক চেয়ারপার্সন ( হাট বাজার) লায়ন সুবির বণিক বিগত হাট বাজার প্রকল্পে কেয়ারের যে সব সদস্য সক্রীয় ভাবে জড়িত থেকে প্রকল্পকে সুন্দর ও সফল করে তুলতে সাহায্য করেছে তাদের লায়ন্স পিন দিয়ে সস্মান জানান। সভায় লায়ন সুবির বণিকের নেতৃত্বে শিলচরের সফল ভাবে হাট বাজার প্রকল্পে বাস্তবায়ন করার জন্য সুবির বণিককেও অভিনন্দন জানানো হয়। এছাড়াও কেয়ারের আর এক সদস্য তথা ডিস্ট্রিক ৩২২জি – ডিস্টিক চেয়ারপার্সন ( রিহেবিলেটিশন সেন্টার) লায়ন দিলু দাস আগামীতে ডিস্ট্রিক ৩২২জি – অন্তর্ভুক্ত অসমের গুয়াহাটি , শিলচর, ত্রিপুরার আমবাস, আগরতলা এবং মেঘালয় এর কয়েকটি রিহেবিলেটিশন সেন্টার এ চিকিৎসাধীন যুবকদের মধ্যে নেশা থেকে দূরে থাকতে সচেতনতা অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজনে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সকল সদস্যদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন ।