যুব দর্পণ ডিজিটেল, ২ জুলাই, শিলচর:: গুরুচরণ কলেজের অডিটোরিয়ামে গতকাল সকাল দশটায় থেকে ৩১তম রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহ -২০২৩ এর গাইড টিচার্স ট্রেনিং সম্পন্ন হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক পল্লব কান্তি দে। এছাড়াও অন্যান্য বক্তারা হলেন সম্পাদক বিভূতি ভূষণ নাথ, সভাপতি ড.বিভাস দেব, রাজ্যিক কমিটির সহ সভাপতি অনিল পাল, সুবির অধিকারী (আর্য্যভট্ট, )এবং জেলা কার্যকরী সভাপতি রাগিব হুসেন চৌধুরী।
সকাল ১১টা থেকে শুরু হয় টেকনিকাল সেশন। মাস্টার ট্রেনার অনন্যা দত্ত, গুরুচরণ কলেজের অধ্যাপকদ্বয় সৈকতেন্দু দেবরায়, অভিজিৎ নাথ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের পার্থঙ্কর চৌধুরী ৫টি মূল বিষয়ের উপর আলোচনা করেন এবং প্রকল্প তৈরি করতে শিক্ষকরা কিভাবে গাইড করবে সে বিষয়ে আলোকপাত করেন।প্রকল্পের উপ বিষয়গুলি হচ্ছে.১) পরিস্থিতিতন্ত্রকে চিনি এসো। ২) স্বাস্থ্য, পুষ্টি এবং কল্যান।৩) পরিস্থিতিতন্ত্র এবং স্বাস্থ্যের জন্য সামাজিক, সাংস্কৃতিক কার্যাবলী। ৪) আত্মনির্ভরশীলতার জন্য পরিস্থিতিতন্ত্র উদ্ভাভন। এই কর্মশালায় তিনশতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। শিশু বিজ্ঞান সমারোহ ২০২৩ এর কাছাড় জেলা কমিটির প্রচার সচিব চম্পক সাহা এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন।