মেরি মাটি মেরা দেশ :: শহিদ বিজয় প্রভাস রায়ের পরিবারকে সম্মাননা জানালো নেতাজি ছাত্র যুব সংস্থা

Date:

JUBO DARPAN DIGITAL:: 13-08-2023 ::

৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেরি মাটি মেরা দেশ কার্যসূচির অন্তর্গত সোনাই বিধানসভার অন্তর্গত সৈদপুরে সিআরপিএফ জওয়ান শহিদ বিজয় প্রভাস রায়ের পরিবারের সদস্য সদস্যাদের দয়াপুর সিআরপিএফ এবং নেহেরু যুব কেন্দ্র সংগঠন, কাছাড় এর তত্ত্বাবধানে সম্মাননা প্রদান করল সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা, সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস শহিদ পরিবারের সদস্য সদস্যা দের উত্তরীয় পরিয়ে এবং সস্মাননা পত্র তুলে দিয়ে সস্মান জানান। উক্ত অনুষ্ঠানে এন ফোউর এর অন্তগত চারটি সেচ্ছাসেবী সংগঠন যতাক্রমে সক্ষমের মিঠুন রায়, বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি গৌরব চন্দ, রাইজিং ইয়োথ সোসাইটি পিনাক রায়, নেতাজি ছাত্র যুব সংস্থার দিলু দাস, দয়াপুর সিআরপিএফের আধিকারিক রতন কুমার ভৌমিক সহ উপস্থিত অন্যান্য জওয়ানরা শহিদের প্রতি স্যালুট জানান । নেহেরু যুব কেন্দ্র সংগঠন এর ব্যবস্থাপনায় ভারত সরকারের মেরি মাটি, মেরা দেশ কার্যসূচির অন্তর্গত এমন সুন্দর প্রয়াসের জন্য প্রতিটা পরিবারই ভারত সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় । উল্লেখযোগ্য, ভারত সরকার এবছর বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের ঘরে ঘরে গিয়ে তাদের পরিবারকে সম্মান জানানোর একটি উদ্যোগ হাতে নিয়েছে । সিআরপিএফ জওয়ানরা প্রতিটি পরিবারে যাচ্ছেন সম্মান নিবেদনে । তাদের সাথে থাকছে নেহেরু যুব কেন্দ্র সংস্থার অনুমোদিত যুব সংগঠন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: