যুব দর্পণ ডিজিটাল :: শিলচর,২৭ মার্চ :
- ১৯৮৯ সালে পিএইচই ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে হাতেখড়ি হয় বিশ্বজিত পাল চৌধুরীর। এর পর দীর্ঘ তেত্রিশ বছর তিনি একই পদে নির্বাচিত হয়ে আসছেন। এটা একটা ইতিহাস। এবার ও তার অন্যথা হয়নি। রবিবার দ্বাদশ ত্রিবার্ষিক সম্মেলনের শেষ দিনে নতুন কমিটি নির্বাচনে ফের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিশ্বজিৎ পাল চৌধুরী। এদিন আর কারোর নামই বিবেচনায় আনতে চাননি প্রতিনিধিরা। এছাড়া সর্বজিত পালকে সভাপতি পদে বহাল রেখে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিপ্রদাস পুরকায়স্থকে কার্যকরী সভাপতি, অনিল চন্দ্র দাস ও ফকর উদ্দিন মজুমদারকে সহ সভাপতি, এবাদুল হক চৌধুরী, রহিম উদ্দিন লস্কর ও বিমল চন্দ্র দাসকে সহ সম্পাদক, জাকির হোসেন, নির্মল ধর, ব্রজেশ্বর নাথ, গিয়াস উদ্দিন খান, সুপ্তা দাস, আশু তাঁতী ও বিজিত নাথকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্য অভিযন্তা অমলেন্দু বিকাশ পাল, প্রাক্তন অতিরিক্ত মূখ্য অভিযন্তা অলোক কান্তি বিশ্বাস, অতিরিক্ত মূখ্য অভিযন্তা স্বপন কুমার রায় সহ মানিক ডেকা, রঞ্জন দাস, বাপন নমশূদ্র প্রমূখ। এর আগে বিশ্বজিত পাল চৌধুরী দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের উপর বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। এদিনের সভায় সোমবার ও মঙ্গলবার সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকা কর্মচারী ধর্মঘটের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে প্রস্তাব ও গৃহীত হয়।