দীপ নেশা মুক্তি কেন্দ্রে এইচআইভি শনাক্তকরণ ও হেপাটাইটিস দিবস উদযাপন

Date:

JUBO DARPAN DIGITAL :: 29-07-2023 :: আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সংস্থা উদ্যোগে কাছাড় জেলার সরকারি অনুমোদিত সবকটি নেশা মুক্তি ও পূনর্বাসন কেন্দ্রর এইচ আই ভি শনাক্তকরণ কাজ সম্পন্ন হয়েছে। গত ২৬ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত জেলার ১২ টি নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন নেশাগ্রস্থ রোগীদের দিশা ক্লাস্টার কাছাড় এর সহযোগিতায় আসাম রাজ্য এইড নিয়ন্ত্রণ সংস্থা উদ্যোগে মারনব্যাধি এইচ আই ভি এবং হেপাটাইটিস রোগ শনাক্তকরণের জন্য রক্ত পরীক্ষা করা হয় এবং যাদের এইচ আই ভি রোগ ধরা পড়েছে তাদের আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।

গত ২৮ জুলাই শুক্রবার সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা পরিচালিত দূর্গাপল্লী উত্তর কৃষ্ণপুর ৩ য় খন্ডে অবস্থিত ” দীপ নেশা মুক্তি ও পূনর্বাসন কেন্দ্রে এইচ আই ভি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় , উক্ত শিবিরে দিশা ক্লাস্টার কাছাড় ও সহযোগিতায় আসাম রাজ্য এইড নিয়ন্ত্রণ সংস্থা পক্ষে কাউন্সিলর রাধা রাণী দাস, ল্যাবরেটরি টেকনিশিয়ান শিল্পী দাস উপস্থিত থেকে ২৮ জন রোগীর রক্ত পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।

এছাড়াও ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে দীশা ক্লাস্টারের উদ্যোগ ও নেতাজি ছাত্র যুব সংস্থার সহযোগিতায় দীপ নেশা মুক্তি কেন্দ্রে এক সচেতন সভা এবং হেপাটাইটিস সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব হেপাটাইটিস দিবসের বিষয়ে বক্তব্য রাখেন নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা লায়ন ইন্টারনেশনেল ডিস্টিক ৩২২জি-র ডিস্ট্রক চেয়ারপারসন লায়ন দিলু দাস, শিলচর মেডিকেল কলেজের কাউন্সিলর রাধা রাণী দাস, ল্যাবরেটরি টেকনিশিয়ান শিল্পী দাস , দীপ নেশা মুক্তি কেন্দ্রের পরিচালক দীপঙ্কর দাস, কাউন্সিল রাজিব বল সহ অন্যান্য, সকল বক্তা তাদের বক্তব্যে হেপাটাইটিস রোগ রক্তের মাধ্যমে এক জন থেকে অন্য জনের শরীরে যেতে পারে তাই নিজেদের সচেতনার মাধ্যমে নিজে এবং পরিবারের সদস্যদের সুরক্ষিত থাকা যায় , সকলেই হেপাটাইটিস এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তা সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়া যায় ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: