যুব দর্পণ প্রতিবেদন, গুয়াহাটি ৮ জানুয়ারি : যাত্রীবাহী এবং কার্গো জাহাজের স্বচ্ছ চলাচল ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে উত্তর-পূর্বের উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন গুয়াহাটিতে চলতি উত্তর-পূর্ব উৎসবে আজ ‘ব্রহ্মপুত্র রিভার কনক্লেভ’ শীর্ষক আলোচনা সভায় উত্তর-পূর্বাঞ্চলের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে জলপথ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশের উন্নয়নের স্বপ্ন কে সামনে রেখে দেশজুড়ে জলপথ উন্নয়নের কাজ চলছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে সঙ্গতি রেখে এই অঞ্চলের জনপদ উন্নয়নের কাজ ইতিমধ্যেই হাতে নিয়েছে সরকার। আক্ষরিক অর্থে উত্তর-পূর্বের আর্থিক উন্নয়নের পথ প্রশস্ত করতে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পরিবর্তন ত্বরান্বিত করতে চাইছে সরকার।
তিনি জানান, এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ব্রহ্মপুত্র নদের খনন কাজ চলছে। এর মাধ্যমে যাত্রীবাহী এবং মাল বহনকারী জাহাজ মসৃণ ভাবে চলাচল করতে পারবে। সেই লক্ষ্যে এ অঞ্চলের অন্যান্য নদী পথের উন্নয়নের উপর ও গুরুত্ব আরোপ করেন কেন্দ্রীয় মন্ত্রী। বলেন, ওই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তর-পূর্বের শিল্পোদ্যোগীরা সহজেই নিজেদের বাজারজাত সামগ্রী বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে নিয়ে যেতে পারবেন। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজার সহজলভ্য হবে। শুধু তাই নয়, এর মাধ্যমে সরকারের অ্যাক্ট ইস্ট পলিসি উত্তর-পূর্বে বাণিজ্যের পথ প্রশস্ত করবে।
এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান ঋতুপর্ণ বড়ুয়া, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার রাজ্যিক ভাইস-চেয়ারম্যান লক্ষ কানোয়ার এবং ভারতীয় অভ্যন্তরীণ জল পরিবহন কর্তৃপক্ষের ডিজাইনের দিরেক্টর এ এস শিবকুমার।