JUBO DARPAN DIGITAL ::
১২ নভেম্বর,২২ ইং শনিবার বরাক ফোরাম, শিলচরের উদ্যোগে বিন্নাকান্দিস্থিত জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত রচনা লেখা প্রতিযোগিতা ও প্রেরণাদায়ক আলোচনা সভায় প্রথমে নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে নিজের পছন্দের দু’টি বিষয়ে রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সুনিতা হাজাম ও লক্ষন আচার্য্য ক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের হাতে পুরস্কার ও মানপত্র এবং অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদেরকে ফোরামের পক্ষ থেকে মানপত্র তুলে দেওয়া হয়। এখানে উল্লেখ থাকে যে, বরাক ফোরামের অবিচ্ছিন্ন অনুষ্ঠান “চলো পড়ি, জীবন গড়ি” – এর এক অনবদ্য অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান। ফোরামের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সাথে এক যোগসূত্র তৈরি করে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের উপস্থিতিতে মেন্টরিং ও মনিটরিং এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়নই তাদের লক্ষ্য বলে আলোচনা সভায় উল্লেখ করা হয়। আলোচনা সভায় ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন ফোরামের মুখ্য আহ্বায়ক দেবরাজ দাশগুপ্ত, ভাবীকাল নাট্য দলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্দেশক সান্তনু পাল, বিশিষ্ট লেখিকা আদিমা মজুমদার, জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পাল।
উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক রামনাথ গোয়ালা, নিলোৎপল পাল, সৌরভ দাস। বছরব্যাপী এই মহৎ কাজের সংযোজক হিসাবে বিদ্যালয়ের পক্ষে নিলোৎপল পালকে দায়িত্ব দেওয়া হয়। এই কর্মসূচির প্রথম স্কুল হিসাবে জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য খুশি ব্যক্ত করে শেষান্তে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যক্ষ শিল্পজিৎ পাল।