যুব দর্পণ ডিজিটেল, ২ জুলাই :: লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ার এর পক্ষে জাতীয় চার্টার অ্যাকাউন্টে দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়।
লায়ন ক্লাব অব শিলচর কেয়ারের নবনির্বাচিত সভাপতি লায়ন অভিষেক দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল শহরের বিশিষ্ট চার্টার অ্যাকাউন্টে তথা লায়ন স্টিক লায়ন্স ডিস্ট্রিক ৩২২জি – র কেবিনেট সচিব লায়ন অনিল জৈন এর চেম্বারের গিয়ে উনাকে জাতীয় চার্টার অ্যাকাউন্টে দিবস উপলক্ষে উনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্লাবের পক্ষে উত্তরীয় ও মেমেন্টো প্রদান করে সস্মান জানানো হয়। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মৌসম পাল , যুগ্ম সম্পাদক অনুপ দেব , বিদায়ী সভাপতি সুবীর কুমার বণিক , সার্ভিস চেয়ারপার্সন মলোয় পাল, সস্পাদক সুদীপ দেব, মেম্বারসিপ চেয়ারপার্সন রাজু ভৌমিক, সহ ক্লাবের লিও সদস্য সদস্যা বৃন্দ । শিলচর লায়ন ক্লাব অব কেয়ারের পিআরও লায়ন দিলু দাস এক প্রেসবার্তায় উক্ত খবর জানিয়েছে।