চারদিনের সফর সূচী নিয়ে শিলচর পৌঁছালেন আরএসএস প্রধান মোহন ভাগবত

Date:

যুব দর্পণ ডিজিটেল, ২৭ জানুয়ারি, শিলচর :: চারদিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার শিলচরে এসে পৌঁছালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিন তিনি ত্রিপুরা থেকে ট্রেনে চেপে দুপুর সোয়া বারোটা নাগাদ বদরপুরে পৌঁছান। সেখান সড়ক পথে পৌঁছেন শিলচরে। বিকাল পৌনে দুটা নাগাদ তিনি পৌঁছেন শিলচরে আরএসএস কার্যালয় কেশব নিকেতনে। সেখানে শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হয় আরএসএস প্রধানকে। কেশব নিকেতনেই চারদিন যাপন করবেন তিনি। এই চারদিনের কর্মসূচির মধ্যে রয়েছে সংঘের  সাংগঠনিক কাজকর্ম। এছাড়াও শহরের কিছু বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ, সংগঠন শ্রেণী এবং জাগরণ শ্রেণীর সদস্যদের সঙ্গে বৈঠক ও প্রচারকদের সঙ্গে বৈঠক  করবেন রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। বর্তমান কোভিড পরিস্থিতির জন্য নাগরিক কার্যক্রম বা বড়ধরনের বৈঠক আয়োজন করা হয়নি। আগামী ৩১ জানুয়ারী  তিনি শিলচর থেকে নাগপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন ।এক প্রেস বিবৃতিতে এখবর জানান আরএসএসের দক্ষিণ আসাম প্রান্ত প্রচার প্রমুখ অভিজিত নাথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: