কাছাড়ে কোভিডে ক্ষতিগ্রস্থ ১৪৯ জন কৃষককে রাজ্য সরকারের পক্ষে ৫ হাজার করে আর্থিক সহায়তা

Date:

যুব দর্পণ ডিজিটেল, শিলচর ৫ জানুয়ারি :: কাছাড় জেলায় কোভিডে ক্ষতিগ্রস্থ ১৪৯ জন কৃষককে রাজ্য সরকারের পক্ষে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে । গত বুধবার শিলচরের জেলা কৃষি আধিকারিক এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ তুলে দেওয়া হয় । জেলা দুর্যোগ প্রশমন বিভাগ থেকে বড়খলা বিধানসভা কেন্দ্রের রায়পুর গ্রামের ১৪৯ জন কৃষক এই আর্থিক সহায়তা পান।

এই উপলক্ষে আয়োজিত সভায় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বলেন যে, রায়পুর এমন একটি গ্রাম যেখানে ব্যাংক ঋণ গ্রহণ এবং পরিশোধ করতে কৃষকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকে l তিনি বড়খলা ফার্ম হাউজের কথা উল্লেখ করে বলেন যে এটির সঠিক ব্যবহার হলে কৃষকরাও যথেষ্ট উপকৃত হতে পারেন l জেলা কৃষি বিভাগ স্বচ্ছতার সঙ্গে কৃষকদের সহায়তার জন্য এগিয়ে আসার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অর্থ সাহায্যের দ্বারা কিছুটা হলেও তাদের উপকার হবে বলে আশা প্রকাশ করেন l জেলা উন্নয়ন আয়ুক্ত রাজিব রায় বক্তব্য রাখতে গিয়ে জানান যে কৃষকদের ফসল উৎপাদনে সময়মত কার্যকরী ব্যবস্থা নিলে উৎপাদন স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় এবং বিক্রয়ের ক্ষেত্রে উচিত মূল্য পাওয়া যায় l তিনি বলেন জেলা কৃষি বিভাগের উদ্যোগে কোভিড-১৯ এর জন্য ক্ষতিগ্রস্থ কৃষকদের এই অর্থসহায়তা সামান্য হলেও আগামীতে যদি অনাকাঙ্ক্ষিত মহামারী আসে তাহলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আরো কিভাবে পরিপূর্ণ ভাবে সহায়তা করতে পারা যায় সে বিষয়ে জেলা প্রশাসন সচেষ্ট থাকবে l সভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা কৃষি আধিকারিক এল আই সিংহ l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

যুব দর্পণ প্রতিবেদন, ২৯ অক্টোবর, শিলচর :: লায়ন্স ক্লাব...

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের স্বর্গযাত্রা প্রকল্পের উদ্বোধন

যুব দর্পণ প্রতিবেদন, ২৮ অক্টোবর , শিলচর:: লায়ন্স ক্লাব...
%d bloggers like this: