JUBO DARPAN DIGITAL, 09-09-2023 :: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম। আজ (শনিবার ) বিকেল ৩.৪৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের কারণে কাছাড় জেলা জুড়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল।কাছাড়ের সোনাই শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো বলে জানা গেছে, তা বাংলাদেশ ও মায়ানমারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আসামে ভূমিকম্প :: কেন্দ্রস্থল ছিল কাছাড়ের সোনাই শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে
Date: